ব্যান্ড সংগীতের প্রবাদ পুরুষ আইয়ুব বাচ্চুর উত্তরসূরি।
আপডেট সময় :
২০২৫-১০-১৮ ২২:০০:১৫
ব্যান্ড সংগীতের প্রবাদ পুরুষ আইয়ুব বাচ্চুর উত্তরসূরি।
বিনোদন প্রতিবেদক
আজকের সংগীতভুবনে আলো ছড়াচ্ছেন, এমন অনেকেরই মনে তরুণ বয়সে সংগীতের বীজ বুনে দিয়েছিলেন আইয়ুব বাচ্চু। এই গিটার এবং রক গানের জাদুকরের প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করলেন নিউ ইয়র্ক থেকে প্রবাসী জনপ্রিয় রক এবং ব্যান্ড সংগীত শিল্পী মিটুল হক।
তিনি বলেন, "আমাদের ব্যান্ড সংগীতের প্রবাদ পুরুষ আইয়ুব বাচ্চুর মৃত্যু হয়নি। অসীমের সন্ধানে তিনি চলে গেছেন।" ১৮ ই অক্টোবর বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের প্রবাদ পুরুষ আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকী।
মৃত্যুর কয়েক বছর পরে এসেও আইয়ুব বাচ্চু সমানভাবে জনপ্রিয় হয়ে আছেন আমাদের সবার মাঝে।
আইয়ুব বাচ্চুর গায়কী এবং তাঁর পোশাকি স্টাইল নিয়ে তাঁর যোগ্য উত্তরসূরী হিসেবে দর্শক মহলে যে নামটি সবচেয়ে বেশি পরিচিত তিনি হলেন মিটুল হক। মিটুল হক আমেরিকায় বহু বছর ধরে আছেন, কিন্তু হৃদয়ে লালন করেন বাংলাদেশ এবং বাংলা ব্যান্ডের কালচার।
মিটুল হক দীর্ঘ সময় ধরে ব্যান্ড সংগীতের সাথে জড়িত। সেই ৯০ দশকের জনপ্রিয় ব্যান্ড প্রিজনার্সের মূল ভোকালিস্ট এখন নিউ ইয়র্কে স্থায়ী হয়েছেন।
শত ব্যস্ত থাকলেও তিনি নিয়মিত গান করে যাচ্ছেন। আমেরিকা, কানাডা কিংবা অন্যান্য দেশে নিয়মিত স্টেজ পারফরম্যান্সে ব্যস্ত থাকতে দেখা যায় এই শিল্পী কে। মিটুলের গায়কি স্টাইল আর পোশাকের ধরনে প্রয়াত আইয়ুব বাচ্চুর সাথে যোগসূত্র খুঁজে পান দেশ বিদেশের এবি ভক্তরা।
খুব শীঘ্রই আইয়ুব বাচ্চুর শতাধিক গানের গীতিকবি বাপ্পি খানের লেখা এবং মিটুল হককে উপহার দেয়া গান নিয়ে বাংলাদেশের বিখ্যাত মিউজিসিয়ান রাজিব হোসেন এর সুর এবং কম্পোজিশনে মিটুল হকের কণ্ঠে আমরা শুনতে পাবো একটি নতুন গান গানটির কাজ চলমান রয়েছে।
আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে স্মৃতিচারণ করে মিটুল হক বলেন; "বাচ্চু ভাই শুধু একজন সংগীতশিল্পী নন, ছিলেন একটি যুগের প্রতীক। তাঁর কণ্ঠ, তাঁর গিটার, তাঁর সৃষ্টিই প্রমাণ করে যে বাংলা ব্যান্ড সঙ্গীত বিশ্বমানের হতে পারে। তিনি সবসময় ছিলেন এবং থাকবেন আমার হৃদয়ে একজন সত্যিকারের রকস্টার ও গিটার জাদুকর হয়ে , যিনি সুরের মাধ্যমে কোটি মানুষের ভালোবাসা অর্জন করেছেন। " নিয়মিত মিটুল হকের আপডেট পেতে #mitulnyc
লিখে সার্চ করুন
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স