ঢাকা , বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ , ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দূর্গাপরে স্বামী বিষপানে হাসপাতালে,অভিমানে স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-১০-১৪ ২২:৫৩:৩৩
দূর্গাপরে স্বামী বিষপানে হাসপাতালে,অভিমানে স্ত্রীর আত্মহত্যা দূর্গাপরে স্বামী বিষপানে হাসপাতালে,অভিমানে স্ত্রীর আত্মহত্যা
 
 স্টাফ রিপোর্টারঃ 
নেত্রকোনার দুর্গাপুরে পারিবারিক কলহের জেরে স্বামী বিষপান করে হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে অভিমানে স্ত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের বসুনকোনা গ্রামে। নিহত গৃহবধূ বকুল আক্তার (২০) ওই গ্রামের হাসান উল্লাহর স্ত্রী।

 
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের একপর্যায়ে হাসান উল্লাহ (২২) সোমবার সন্ধ্যায় বিষপান করেন। তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর অভিমানে তার স্ত্রী বকুল আক্তার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
 

গুরুতর অবস্থায় হাসান উল্লাহকে পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ