ঢাকা , বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ , ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মপাশায় ইউএনওর উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ‘মিড ডে মিল’ চালু ;বাড়বে বিদ্যালয়ে উপস্থিতি


আপডেট সময় : ২০২৫-১০-১৪ ২২:২৭:৩৮
ধর্মপাশায় ইউএনওর উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ‘মিড ডে মিল’ চালু ;বাড়বে বিদ্যালয়ে উপস্থিতি ধর্মপাশায় ইউএনওর উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ‘মিড ডে মিল’ চালু ;বাড়বে বিদ্যালয়ে উপস্থিতি
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ 

শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধে সুনামগঞ্জের ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ে চালু হয়েছে “মিড ডে মিল” কর্মসূচি। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রঞ্জু মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার, চামরদানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জিলানীসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

গত ২৮ সেপ্টেম্বর ইউএনও জনি রায় বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শতভাগ শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিতকরণের লক্ষ্যে অভিভাবক সমাবেশ আয়োজন করেন। ওই সমাবেশে জানা যায়, দূর-দূরান্ত থেকে আসা অনেক শিক্ষার্থীই সকালের খাবার না খেয়ে বিদ্যালয়ে আসে, ফলে টিফিনের সময় ক্ষুধার কারণে তারা ক্লাসে মনোযোগ হারায় বা অনেক সময় মাঝপথে বাড়ি ফিরে যায়। এ পরিস্থিতি বিবেচনা করেই ইউএনও এই প্রশংসনীয় ‘মিড ডে মিল’ উদ্যোগ নেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার বলেন, “এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি পাবে এবং পাঠদানে আগ্রহও বাড়বে।”

উদ্যোগের বিষয়ে ইউএনও জনি রায় বলেন, “বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। পাশাপাশি যারা উপবৃত্তির আওতায় আসেনি, তাদের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।”
##
মোঃ শহীদুল ইসলাম
ধর্মপাশা,সুনামগঞ্জ।
০১৯১১৬২১৫৫৪

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ