ঢাকা , বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ , ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নগদ অর্থ ব্যবহারের ওপর নির্ভরতা কমাতেই ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-১০-১৪ ২০:১৯:৪১
নগদ অর্থ ব্যবহারের ওপর নির্ভরতা কমাতেই ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ নগদ অর্থ ব্যবহারের ওপর নির্ভরতা কমাতেই ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
দেশে ক্যাশলেস লেনদেনের সম্প্রসারণ ও গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে সিলেটে অনুষ্ঠিত হলো ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ কর্মসূচি। 
 

মঙ্গলবার সকালে সিলেট শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন  খান। 
 

এর আগে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ কর্মসূচির সূচনা করা হয়। লিড ব্যাংক হিসেবে কর্মসূচীর আয়োজন করেছে সিটি ব্যাংক পিএলসি। সেমিনারে বাংলা কিউআর-এর ব্যবহার ও অন্যান্য ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরা হয়, যা ক্যাশ-টু ডিজিটাল ইকোসিস্টেম গঠনের মাধ্যমে ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

সেমিনারে বক্তারা বলেন, টাকা ব্যবস্থাপনায় বাংলাদেশের বছরে ব্যয় হচ্ছে ২০ হাজার কোটি টাকা।  ডিজিটাল লেনদেন বা ব্যাংকিংয়ের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করা সম্ভব।
 

তারা বলেন,পণ্য বা সেবার মূল্য পরিশোধের ক্ষেত্রে নগদ অর্থ, কার্ড বা চেক ব্যবহৃত হয়। নগদ অর্থে পরিশোধ ঝুঁকিপূর্ণ, চেকে পরিশোধ সময়সাপেক্ষ ও জটিল।তাই ক্যাশলেস লেনদেন সেবার এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ দেশের ‘ক্যাশলেস সোসাইটি’ গঠনের পথ আরও সুগম করবে।
 

এর ফলে নগদ অর্থ ব্যবহারের ওপর নির্ভরতা কমবে এবং ব্যক্তি থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হবে আরও দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ। এই পদক্ষেপ ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করবে এবং গ্রামীণ অর্থনীতিতে ডিজিটাল লেনদেনের সুযোগ আরও বাড়াবে। 
 

বাংলাদেশ ব্যাংক সিলেট'র নির্বাহী পরিচালক খালেদ আহমদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক রাফেজা আক্তার কান্তা ও সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান প্রমুখ।
 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ