ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কেকার মরদেহ উদ্ধার
আপডেট সময় :
২০২৫-১০-১৪ ২০:০৮:৩৬
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কেকার মরদেহ উদ্ধার
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টায় বরিশাল শহরের সদর রোড এলাকার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক মাজেদুল।
তিনি জানান, জাতীয় সেবা ৯৯৯ এ খবর পেয়ে বাসায় ঢুকে খাটে শোয়া অবস্থায় মরদেহটি দেখতে পান। পরবর্তীতে মহিলা পুলিশ মরদেহ চেক করে এক অংশে রক্ত জমাট রয়েছে দেখতে পান।
তবে কেকার মেয়ে দিতান জানিয়েছে, বিকেল থেকে তার মায়ের সাড়া শব্দ না পেয়ে রাতে রুমের দরজা খুলে গিয়ে দেখতে পান তার মা মৃত অবস্থায় খাটে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে তার বাবাকে বিষয়টি অবগত করেন।
দিতান জানান, তার মা দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। এর আগে তার হার্টে রিং পড়ানো হয়েছিল।
প্রসঙ্গত, জুলাই-আগস্টের মোট ৩টি মামলার আসামি ছিলেন শারমিন মৌসুমি কেকা।
রাহাদ সুমন,বরিশাল
তারিখঃ১৩-১০-২০২৫ইং
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স