ফেনী প্রতিনিধি:
ফেনীর সোনাগাজী ইসলামিয়া কামিল ( মাস্টার্স) মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশ’র সহ মিডিয়া ও আইটি সম্পাদক হলেন সোনাগাজী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন।
এরপূর্বে ৪ অক্টোবর শনিবার মাদ্রাসা মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্দিষ্ট ভোটাররা তাদের ভোট প্রয়োগের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করে। এতে সভাপতি হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে বর্তমান আহবায়ক মাওলানা আবুল কাসেম ও সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে মোহাম্মদ আলী ফরহাদ নির্বাচিত হয়। এসময় ৩১সদস্য পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। যা পরবর্তীতে ৫১ সদস্য বিশিষ্ট করা হবে বলে জানান সোনাগাজী কামিল মাস্টার্স মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন।