কুমিল্লা বিভাগ বাস্তবায়ন দাবি নয় অধিকার আমাদের
আপডেট সময় :
২০২৫-১০-১৩ ২৩:১৫:১০
কুমিল্লা বিভাগ বাস্তবায়ন দাবি নয় অধিকার আমাদের
মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভবানীপুরের কৃতি সন্তান এনামুল হক রনি খাঁন, বলেন আমি মনে করি আমাদের কুমিল্লার মানুষকে বারবার ঠকানো হয়েছে বিভাগ নিয়ে আমরা আজকে প্রায় অনেক বছর ধরে আন্দোলন করি বিভাগের জন্য আমরা কুমিল্লাবাসিরা এবং বিভাগ হয়েছে অন্য জেলায়, আমাদের সবকিছু থাকার শর্তেও আমাদের বিভাগ হচ্ছে না আমাদের কে ষড়যন্ত্র করে বারবার পিছিয়ে রাখার জন্য চেষ্টা চলছে যা আমরা কুমিল্লা জনগণরা এতদিন ধরে ধৈর্য ধরে ছিলাম একটি চক্রবাহিনী, কুমিল্লার বিভাগ নিয়ে ষড়যন্ত্র করে চলছে প্রতিনিয়ত, যা কখন সফল হবে না ষড়যন্ত্রকারীরা, কুমিল্লার মানুষ আমরা দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবকিছুতে ভূমিকা রাখি, যদি আমাদের কুমিল্লার বাসি দাবী পূরণ না করা হয় আর বিভাগ ঘোষণা না করা হয় তাহলেই আমরা কুমিল্লার মানুষ আর ঘরে বসে থাকবে না আমাদের দাবী আমরাই আদায় করবো, তখন আর কুমিল্লার বাসিকে দোষারোপ করবেন না, আমাদের দাবী বিভাগ, বিভাগ দিয়ে দেন আর নয় কুমিল্লা বাসি রাস্তায় নামবে বিভাগের জন্য। আমরা কুমিল্লার বাসি বিভাগের দাবীর সাথে একমত, আমরা বিভাগ নিয়ে কারো সাথে আপোষ করব না, প্রয়োজনে আমরা কুমিল্লাবাসি মোকাবেলা করব, বিভাগ আনবো ইনশাল্লাহ
যেমন আমাদের সবকিছু আছে একটি বিভাগ হওয়ার মতোন।
আমাদের কুমিল্লাতে জনসংখ্যা আছে ৬২,১১,৯১৫ জন
আমাদের সিটি করপোরেশন আছে একটি
আমাদের সংসদীয় আসন আছে ১১টি
আমাদের উপজেলা আছে ১৭টি
আমাদের পৌরসভা আছে ৯টি
আমাদের ইউনিয়ন আছে ১৯৩ টি
আমাদের গ্রাম আছে ৩,৬৮৭ টি
আমাদের সেনা নিবাস আছে ১ টি
আমাদের ইপিজেড আছে ১ টি
আমাদের ক্যাডেট কলেজ আছে ১টি
আমাদের শিক্ষা বোর্ড আছে ১ টি
আমাদের মেডিকেল কলেজ আছে ১টি
আমাদের বিমানবন্দর আছে ১ টি
আমাদের বাংলাদেশ সার্ভে ইনিস্টিটিউট আছে ১ টি
আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় আছে ১ টি
আমাদের আর্মি মেডিকেল কলেজ আছে ১ টি
আমাদের সরকারি ও বেসরকারি কলেজ ১৪৭টি
আমাদের কুমিল্লাতে সবচেয়ে বেশি প্রবাসী রেমিট্যান্স
যুদ্ধা আছেন দেশের অর্থনীতি কে সচল রাখে
আমাদের বৃহত্তর পাইকারী বাজার সবজির নিমসার বাজার আছে প্রতিদিন বিক্রি হয় প্রায় ৩ কোটি টাকা
কুমিল্লা একজন বিভাগীয় কমিশনার আর রেঞ্জ ডিআইজি বসালেই কুমিল্লা বিভাগ হয়ে যায়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স