হিজলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
আপডেট সময় :
২০২৫-১০-১৩ ২২:৫৪:৫৩
হিজলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
মামুন জমাদার হিজলা :
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বরিশালের হিজলা উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব আল আজাদ জনি, উপজেলা বিএনপি'র আহ্বায়ক আলহাজ্ব আব্দুল গাফফার তালুকদার, সদস্য সচিব এডভোকেট দেওয়ান মোঃ মনির, সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন খোকন, উপজেলা জামায়াত সেক্রেটারি সৈয়দ গুলজার আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, শিক্ষকবৃন্দ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার বলেন, সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমেই দুর্যোগ মোকাবেলা সম্ভব। বাংলাদেশ নিম্নাঞ্চলে দুর্যোগের প্রবণতা বেশি। সরকারের পাশাপাশি স্থানীয় জনগণকেও দুর্যোগ প্রস্তুতি ও প্রতিরোধমূলক কাজে অংশগ্রহণ করতে হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স