খালিদ হাসান,সিরাজগঞ্জ
সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার প্রতিনিধি মো. আবুল কালাম বিশ্বাস (৫২) নিহত হয়েছেন।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা–বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই স্থানে রোড ডিভাইডারের পাশে গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবার ও স্থানীয়রা জানান, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে আঘাত লেগে তিনি গুরুতর আহত হন। মৃত্যুর খবরে রায়গঞ্জ প্রেসক্লাবের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।