ঢাকা , মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার


আপডেট সময় : ২০২৫-১০-১৩ ২২:২৩:৫৬
সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

মোঃ আরিফুল ইসলাম
ঢাকা আলিয়া প্রতিনিধি:


ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এক বছর মেয়াদী কামিল (মাস্টার্স) পরীক্ষা–২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় সিজিপিএ-এর ভিত্তিতে সারাদেশে প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা।


এ সাফল্যের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির আল ফিকহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগও রেখেছে অনন্য কৃতিত্বের ছাপ। বিভাগটির তিন মেধাবী শিক্ষার্থী — আব্দুল্লাহ তাহির, সৈয়দ ওবায়দুল্লাহ এবং মোঃ নাসির উদ্দিন সর্বোচ্চ সিজিপিএ ৪.০০ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।


এই অসামান্য সাফল্য বিভাগটির একাডেমিক উৎকর্ষ, নিয়মিত পাঠদান, শিক্ষকদের নিষ্ঠা ও শিক্ষার্থীদের অধ্যবসায়ের উজ্জ্বল দৃষ্টান্ত। আল ফিকহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ইসলামি মূল্যবোধ, নৈতিকতা, গবেষণামূলক চিন্তা ও প্রয়োগভিত্তিক জ্ঞানচর্চায় উৎসাহিত করে আসছে।



সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক শিক্ষার্থীদের এ অর্জনে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের শিক্ষার্থীদের এই কৃতিত্ব শুধু আলিয়ার নয়, বরং পুরো ইসলামী শিক্ষাব্যবস্থার জন্য গর্বের। আল ফিকহ বিভাগ আমাদের প্রতিষ্ঠানের বৌদ্ধিক ও নৈতিক শিক্ষার অন্যতম ভিত্তি।



ইসলামী জ্ঞানের ধারক ও বাহক হিসেবে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা আবারও প্রমাণ করল-নিষ্ঠা, নৈতিকতা ও জ্ঞানের সমন্বয়েই সত্যিকারের শ্রেষ্ঠত্ব অর্জিত হয়।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ