সরাইলে পরিবেশ আইন অমান্য করে চলছে হাওর ভরাটে মহোৎসব
সরাইলে পরিবেশ আইন অমান্য করে চলছে হাওর ভরাটে মহোৎসব
নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় প্রাকৃতিক জলাধার ধরন্তি বিল (আকাশী হাওর)- পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে অবৈধভাবে ভরাট কার্যক্রম চলছে বলে অভিযোগ উঠেছে। পরিবেশবাদী সংগঠন ‘তরী বাংলাদেশ’ এই ঘটনায় তীব্র উদ্বেগ জানিয়েছে এবং অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।
সম্প্রতি তাদের একটি পরিদর্শন টিম হাওর এলাকায় সরেজমিন পরিদর্শনে গেলে দেখতে পায়, দীর্ঘদিন ধরে একদল অসাধু ব্যক্তি কৃষিজমি ও হাওরের জলাভূমি ভরাট করে সেখানে স্থাপনা গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে। হাওরের প্রাণপ্রবাহ, জীববৈচিত্র্য এবং কৃষিনির্ভর জীবিকাকে হুমকির মুখে ঠেলে দিয়ে ভূমির শ্রেণী পরিবর্তনের অপচেষ্টা চলছে।
বাংলাদেশের বিদ্যমান পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী, হাওর, বিল, জলাশয় এবং কৃষিজমির শ্রেণি পরিবর্তন করার জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমোদন আবশ্যক। অথচ সরাইলের এই এলাকায় কোনো প্রকার পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ভরাট কার্যক্রম চালানো হচ্ছে, যা সম্পূর্ণভাবে বেআইনি।
নদ-নদী ও পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন
‘তরী বাংলাদেশ’ এর আহবায়ক শামীম আহমেদ বলেন, “এটি শুধু হাওরের পরিবেশ ধ্বংস নয়, এটি জীববৈচিত্র্যের ওপর সরাসরি আঘাত। আমরা পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া শাখা এবং উপজেলা নির্বাহী অফিসার, সরাইল মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি-এই অবৈধ কার্যক্রম দ্রুত বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।”
তিনি আরও জানান, এই হাওর এলাকায় বিপুল সংখ্যক জলচর পাখি, মাছ ও স্থানীয় কৃষকের ফসল উৎপাদন নির্ভর করে রয়েছে। জলাধার ভরাট করে সেখানে স্থাপনা নির্মাণ বা প্লট তৈরি করা হলে প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
স্থানীয় এলাকাবাসী জানান, আগে এই হাওরে বর্ষা মৌসুমে মাছ ধরা, পাখি দেখা ও কৃষিকাজে ব্যস্ততা দেখা যেত। এখন সেখানে ট্রাক, বালু ও ইট ঢুকছে-যা পুরো হাওরের অস্তিত্বের জন্য হুমকি। তাদের দাবি ভরাট কার্যক্রম অবিলম্বে বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। হাওর এলাকা রক্ষা করতে একটি দীর্ঘমেয়াদি সংরক্ষণ পরিকল্পনা গ্রহণ করতে হবে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসেন জানান, আইন অমান্য করে অবৈধভাবে জলাধার ভরাট করা অপরাধ। সরজমিনে গিয়ে খোঁজখবর নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
প্রসঙ্গত, এই হাওরে শীতকালে অবৈধ ভাবে চলে মাটি কাটা। ভূমিদস্যুরায় এইসব অপকর্মে জড়িত থাকে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স