ঢাকা , মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ফকির লালন শাহ'র ১৩৫তম তিরোধান দিবস সরকারিভাবে পালিত হবে


আপডেট সময় : ২০২৫-১০-১৩ ২২:০৪:৫০
ফকির লালন শাহ'র ১৩৫তম তিরোধান দিবস সরকারিভাবে পালিত হবে ফকির লালন শাহ'র ১৩৫তম তিরোধান দিবস সরকারিভাবে পালিত হবে
 
 
 
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
আধ্মাতিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহ'র ১৩৫-তম তিরোধান দিবস কুষ্টিয়া ও ঢাকা ছাড়াও  জাতীয় পর্যায়ে সারাদেশে একযোগে পালিত হবে। 
 
 
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার লালন একাডেমির মাজার প্রাঙ্গণে আগামী ১-৩কার্তিক, ১৪৩২ (১৭-১৯ অক্টোবর, ২০২৫) পালিত হবে এ তিরোধান দিবস। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২ কার্তিক, ১৪৩২ (১৮ অক্টোবর, ২০২৫) পালিত হবে এ দিবসটি। 
 
 
এছাড়াও জাতীয় পর্যায়ে সারাদেশে একযোগে পালিত হবে এ তিরোধান দিবসটি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এ তিরোধান দিবস পালনের ব্যাবস্থাপনায় থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 
 
 
লালন একাডেমির আখড়াবাড়িতে দিনভর ভাবগীতির সুর, আলাপ, দর্শন-চর্চা আর মাটির গন্ধে ভরে উঠবে । টুনটুন বাউল, সুনীল কর্মকার, রওশন ফকির, লতিফ শাহ'সহ গাইবেন সারাদেশ থেকে আগত খ্যাতনামা বাউল-ফকিরগণ।

 
এ লালন তিরোধান দিবসের উৎসবে লালনের গান পরিবেশন করবেন ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি, লালন ব্যান্ড, নীরব এন্ড বাউলস, পথিক নবী, সূচনা শেলী, বাউলা ব্যান্ড, অরূপ রাহী,  সমগীতসহ আরও অনেক শিল্পী ও গানের দল।

 
আধ্মাতিক সাধক বাউল সম্রাট ফকির লালনের বাণী আর সুরের গহীনে ডুব দিতে অনেক ভক্ত সাধক, পাগল-ফকির, দর্শনার্থীরা ভিড় জমাবে এ তিরোধান দিবসের আয়োজনে। এ আয়োজনে থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। 



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ