ঢাকা , মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং এর বিরোদ্ধে ওসির সচেতনা মূলক সভা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-১০-১৩ ২২:০১:২৭
ব্রাহ্মণপাড়ায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং এর বিরোদ্ধে ওসির সচেতনা মূলক সভা ব্রাহ্মণপাড়ায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং এর বিরোদ্ধে ওসির সচেতনা মূলক সভা
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের উদ্যোগে ইভটিজিং, মাদক ও বাল্যবিবাহের বিরোদ্ধে এক সচেতনা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ অক্টোবর (সোমবার) দুপুরে দুলালপুর সুরুজ মিয়া এন্ড খাতুন  উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, এ উপজেলায় মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের পাশাপাশি তোমাদের সবাইকে সচেতন হতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছ থেকে তুমাদের দুরত্ব বজায় রেখে চলতে হবে। এসময় তিনি আরও বলেন, আজকের তোমরা যারা শিক্ষার্থী আগামী দিনে তোমরা বাংলাদেশের কর্ণধার। তুমাদের সবাইকে লেখাপড়া শিখে এ দেশের হাল ধরতে হবে। এসময় তিনি মেয়েদের উদ্যেশে বলেন, তোমরা লেখাপড়া শিখে আগে শিক্ষিত হও এর পর বাবা-মাকে বলবে বিয়ের চিন্তা করতে।


এসময় তিনি বাল্যবিবাহের কুফল সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি মোবাইল ফোনের ব্যবহার ও সমসাময়িক বিষয় নিয়ে শিক্ষার্থীদের সচেতন করেন। এছাড়া ইভটিজিং প্রতিরোধে ব্রাহ্মণপাড়া থানা সবসময় তোমাদের পাশে আছে বলে তিনি শিক্ষার্থীদের জানান। এসময় দুলালপুর সুরুজ মিয়া এন্ড খাতুন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ
উপস্থিত ছিলেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ