ঢাকা , বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ , ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মহাসড়ক সংস্কার ও রেল যোগাযোগ চালুর দাবিতে ইবি ছাত্রদলের স্মারকলিপি


আপডেট সময় : ২০২৫-১০-১৩ ১৯:৫৩:৩৮
মহাসড়ক সংস্কার ও রেল যোগাযোগ চালুর দাবিতে ইবি ছাত্রদলের স্মারকলিপি মহাসড়ক সংস্কার ও রেল যোগাযোগ চালুর দাবিতে ইবি ছাত্রদলের স্মারকলিপি

মোতালেব বিশ্বাস লিখন,ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত নিরাপত্তা ও ভোগান্তি নিরসন করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলীর কাছে স্মারকলিপি দিয়েছেন শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) বরাবর এ স্মারকলিপি জমা দেন সংগঠনটির নেতারা।


স্মারকলিপিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সবসময় শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষা ও যৌক্তিক দাবি আদায়ে সোচ্চার রয়েছে। আপনি অবগত আছেন যে, পরিবহননির্ভর ইসলামী বিশ্ববিদ্যালয়ের যানবাহন নিয়মিত কুষ্টিয়া-ঝিনাইদহ রুটে চলাচল করে থাকে। মহাসড়কের বেহাল দশায় প্রায়ই দুর্ঘটনায় পতিত হচ্ছে ক্যাম্পাসের যানবাহন। এমতাবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সময়োপযোগী দাবি স্মারকলিপির মাধ্যমে প্রদান করা হলো।’


দাবিসমূহের মধ্যে প্রথমটি হলো, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক দ্রুত সংস্কার করে নির্বিঘ্নে চলাচলের উপযোগী করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যটি, কুষ্টিয়া থেকে ঝিনাইদহ পর্যন্ত রেল যোগাযোগের ব্যবস্থা চালু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।


স্মারকলিপিতে জানানো হয়, উপরোক্ত দাবিসমূহ বিশ্ববিদ্যালয়ের আপামর সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি। জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের দাবি আদায়ে গঠনমূলকভাবে কাজ করে যাচ্ছে। অতিদ্রুত দাবিসমূহ পূরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ছাত্রদল শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে। আমরা বিশ্বাস করতে চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব দাবির বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেবে।


ছাত্রদলের নেতারা বলেন, ‘আমরা আশা করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব দাবির বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করবে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে আমরা না চাইতেও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।’



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ