ঢাকা , রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ , ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টাইব্রেকারের রোমাঞ্চে জামালপুরকে হারিয়ে নকআউট পর্বে নেত্রকোণা!


আপডেট সময় : ২০২৫-১০-১৩ ১৬:৪৯:৫২
টাইব্রেকারের রোমাঞ্চে জামালপুরকে হারিয়ে নকআউট পর্বে নেত্রকোণা! টাইব্রেকারের রোমাঞ্চে জামালপুরকে হারিয়ে নকআউট পর্বে নেত্রকোণা!
 
 
স্টাফ রিপোর্টার: রোমাঞ্চ আর আবেগে ভরপুর এক নাটকীয় লড়াইয়ে “জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলায় টাইব্রেকারে জামালপুরকে ৪-১ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে স্বাগতিক নেত্রকোণা জেলা দল।

 
রবিবার (১২ অক্টোবর)বিকেলে নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত: এ ম্যাচে স্বাগতিকরা প্রথম লেগের ০-২ গোলের ঘাটতি ঘুচিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটায়। দ্বিতীয় লেগে নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে সমতাসূচক গোল করে ২-০ ব্যবধানে জয় পায় নেত্রকোণা, ফলে দুই লেগ মিলিয়ে স্কোর দাঁড়ায় ২-২। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে শ্বাসরুদ্ধকর মুহূর্তে আত্মবিশ্বাসী শট আর দৃঢ় মানসিকতায় ৪-১ ব্যবধানে জয় তুলে নেয় নেত্রকোণা দল।

 
জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে স্টেডিয়ামজুড়ে ছড়িয়ে পড়ে উল্লাসের বন্যা: জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আয়োজিত এই ম্যাচে উপস্থিত হাজারো দর্শক উপভোগ করেন নেত্রকোণার এই ঐতিহাসিক জয়।

 
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত “তারুণ্যের উৎসব” শীর্ষক এ টুর্নামেন্টে নেত্রকোণার এই সাফল্য নতুন করে জাগিয়েছে স্থানীয় ফুটবলে আশার আলো।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ