স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া ও পূর্বধলা উপজেলায় পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে দুই উপজেলায় কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার(১২ অক্টোবর) কেন্দুয়া উপজেলার সাউদপাড়া মোড়ে বিকেল ৫টায় উপজেলা প্রাণিসম্পদ অফিসারের প্রসিকিউশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত ফিড লাইসেন্স না থাকায় একটি প্রতিষ্ঠানকে মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ২০ ধারায় ৫০০ টাকা সতর্কতামূলক অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম-উল-ইসলাম চৌধুরী।
এ সময় উপস্থিত ফিড দোকানসমূহের সভাপতি ও অন্যান্য ব্যবসায়ীদের অবগত করা হয় এবং কেন্দুয়া উপজেলার প্রায় ৩০টি প্রতিষ্ঠানকে দ্রুততম সময়ের মধ্যে বৈধ লাইসেন্স গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
অন্যদিকে, পূর্বধলা উপজেলায় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মাদকদ্রব্য (গাঁজা) সেবনের অপরাধে দুইজন ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি।