কটিয়াদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ কাউছারের মৃত্যু
আপডেট সময় :
২০২৫-১০-১১ ২০:২১:৩৫
কটিয়াদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ কাউছারের মৃত্যু
এম এ কুদ্দুছ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকাল ৪:০০টায় মোঃ কাউছার (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। কাউছার উপজেলার মসূয়া ইউনিয়নের প্রেমারচর গ্রামের মোঃ চাঁন মিয়ার একমাত্র পুত্র। তিনি সদ্য বিবাহিত।
এলাকা সূত্রে জানাযায়, কাউছার মিয়া তার নিজ বাড়ীতে গ্যাসের চুলা থেকে আগুন আনতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়। এতে তাঁর সারা শরীর পুড়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়। দগ্ধ হওয়ার চারদিন চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে পরিবারসহ ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স