স্টাফ রিপোর্টারঃ
বিভিন্ন অনিয়মের অভিযোগে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৮ অক্টোবর) দুপুরের দিকে দুদক ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মো. সারওয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে হাসপাতালের ওয়ার্ড, ওয়াশরুম, রান্নাঘর ও ওষুধ স্টোর পরিদর্শন করে খাবারের নিম্নমান ও অনিয়ম ধরা পড়ে। রোগীরা অভিযোগ করেন, অধিকাংশ ওষুধ বাহির থেকে কিনতে হয় এবং নিয়মিত নিম্নমানের খাবার দেওয়া হয়।
দুদক কর্মকর্তারা জানান, দায়িত্বে অবহেলার কারণে স্টোর কিপারকে শোকজের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন বলেন, খাবারের মানোন্নয়নে নতুন ঠিকাদার নিয়োগ ও অনুপস্থিত কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।