ঢাকা , বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ , ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো অডিনেশন সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-১০-০৮ ২২:৪০:৩৯
কাউখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো অডিনেশন সভা অনুষ্ঠিত কাউখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো অডিনেশন সভা অনুষ্ঠিত
 
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা 
 
পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার  (৮অক্টোবর) সকাল সাড়ে দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সভাকক্ষে উপজেলা পর্যায়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে কো অডিনেশন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, স্বাস্থ্য পরিদর্শক মোঃ শহিদুজ্জামান, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা এবাদত হোসেন, জাতীয় ইমাম সমিতি কাউখালী উপজেলা শাখার সেক্রেটারি আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন ইপিআই টেকনোলজিস্ট এবিএম আনিসুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, বাচ্চাদের নিরাপত্তার জন্য টিকা প্রদান করা হচ্ছে। স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকা।


উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আহমেদ জানান, কাউখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিসিভি ক্যাম্পেইন লক্ষ্যমাত্রা ১৩ হাজার ৩০৮জন ও কমিউনিটি পর্যায়ে লক্ষ্যমাত্রা ৬ হাজার ৫৫৯ জন। শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন চলবে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। কমিউনিটি পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। উপজেলায় মোট ১২০টি টিকাদান কেন্দ্র চলমান থাকবে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ