মা ইলিশ রক্ষা অভিয়ানে হিজলায় ৪ জেলে আটক।
আপডেট সময় :
২০২৫-১০-০৬ ২০:৪৯:২৫
মা ইলিশ রক্ষা অভিয়ানে হিজলায় ৪ জেলে আটক।
হিজলা প্রতিনিধিঃ
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে 'মা' ইলিশ সংরক্ষণ অভিযানে ৪ জন জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেদেরকে মৎস্য আইনে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও প্রায় ১৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
জানা যায়, গত ০৬ সেপ্টেম্বর,সোমবার সরকারি নিদের্শনা মোতাবেক হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডলের নেতৃত্বে একটি চৌকস টিম রাতে হরিনাথ পুর, আবুপুর লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মেহেদী হাসান (২১), রফিকুল ইসলাম (১৯), খোকন খনকার (৪০) ও ইমরান (৩২) নামে চারজনকে আটক করেন।
হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ জানান, অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের জন্য ৪ জন জেলেকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আটককৃত জেলেদের নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় আমাদের কঠোর অভিযান অব্যাহত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স