হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবান ৩০০ নং আসনের সংসদীয় প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর এড. আবুল কালাম এর দাঁড়িপাল্লার সমর্থনে নাইক্ষ্যংছড়ি- বাইশারী ৭ও ৯ নং ওয়ার্ড জামায়াতের ভোটকেন্দ্র ভিত্তিক কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১২ টায় বাইশারী সাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার হলরুমে ৭ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল গফুরের সভাপতিত্বে ও সেক্রেটারি বরকত উল্লাহ মাসুমের চঞ্চালনায় প্রধান অতিথি সংসদীয় প্রার্থী এড.আবুল কালাম বলেছেন, জামায়াতে ইসলামী একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। স্বৈরাচার ছাড়া সব বৈধ দলের অংশগ্রহণে হবে এই নির্বাচন।
এর আগে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সংস্কারের অনেক বিষয়ে সব রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করেছে। এ সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে। ভোটকেন্দ্র ভিত্তিক কর্মীদের একেকজন আবুল কালাম হয়ে কাজ করতে হবে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী, নায়েবে আমীর আলহাজ্ব ইলিয়াস সও, আগামী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা রফিক বশরী, বাইশারী জামায়াতের আমীর মোহাম্মদ সলিমুল্লাহ, সেক্রেটারি মাওলানা আহসান হাবিব, উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন, বাইশারী সভাপতি মোহাম্মদ হাশেমসহ ইউনিট দায়িত্বশীলবৃন্দ এবং কেন্দ্র প্রতিনিধিগণ।