নাদিম হায়দার বিশেষ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বসত ঘরের টিন কেটে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার রশুনিয়া ইউনিয়ন উত্তর তাজপুর গ্রামের ইউনুস শেখের বসত ঘরে।চোরেরা ঘরে আলমারি ভিতরে থাকা অনুমান ৫ লাখ টাকা মূল্যমানের স্বর্ণালঙ্কার ও নগদ ২লাখ ৬০ হাজার টাকা নিয়ে গেছে।
ইউনুস শেখের বড় ভাই বিল্লাল শেখের স্ত্রী মোসঃ মমতাজ বেগম জানান, কদিন আগে তার শাশুড়ি মারা গেছে। বাড়িতে আত্মীয়-স্বজন ছিল। একে একে সকল আত্মীয়-স্বজন বাড়ি ছেড়ে চলে গেছে।
বাড়ি একেবারেই ফাকা গতকাল ১ অক্টোবর বুধবার দিবাগত রাত ১১ টার দিকে আমার ঘরের দরজা বন্ধ করে আমার মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ি।
বৃহস্পতিবার ২ অক্টোবর ভোর আনুমানিক ৬ টার দিকে ঘুম থেকে উঠে দেখতে পাই আমার পাশের ঘরের দরজা খোলা ঘরের পিছনের বেড়ার টিন কাটা। ঘরের ভিতরে প্রবেশ করে দেখি ঘরের সব জিনিস এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে পরে আছে।
তখন ঘরে খোজাখুজি করে দেখি আলমারীর তালা ভাঙ্গা, আলমারির ভিতর রাখা নগদ ২ লাখ ৬০ হাজার টাকা, তিন জোর কানের দুল, তিনটি আংটি, একটি চেইন, একটি হার সর্বমোট ৩ ভরি স্বর্ণ রাতের যেকোন সময়ে কেবা কাহারা চুরি করে পালিয়ে যায়। যার বাজার মূল্য অনুমান ৫ লাখ টাকা।
এ ব্যাপারে রশুনিয়া ইউপি সদস্য শাহীন হাওলাদার জানান, বাড়িতে রাতে টিন কেটে চুরি হয়েছে। আমি সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেই।
এঘটনায় মোসাঃ মমতাজ বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সিরাজদিখান থানার ডিউটি অফিসার সানোয়ার জানান, অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।