সিরাজগঞ্জ তাড়াশ সংবাদদাতাঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
বুধবার (২ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার তাড়াশ পৌরসভা ও আশপাশের বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিমা শোভাযাত্রার মাধ্যমে উপজেলার চলনবিল এলাকার বিভিন্ন জলাশয় ও নদীতে বিসর্জন দেওয়া হয়।
শোভাযাত্রায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, কিশোর-কিশোরীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও উৎসবের গান বাজিয়ে আনন্দঘন পরিবেশে প্রতিমা বিসর্জন করা হয়।
এসময় আইন-শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। নির্বিঘ্নে বিসর্জন অনুষ্ঠান সম্পন্ন করতে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করেন।
তাড়াশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাক্তার গোপাল চন্দ্র বলেন, সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। আমরা ধন্যবাদ জানাই প্রশাসন ও স্থানীয় জনগণকে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার জন্য বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উৎসব শেষে শারদীয় দুর্গাপূজার মূল বাণী অসুরের বিরুদ্ধে শুভের জয় হৃদয়ে ধারণ করে আগামী বছরের পূজা পর্যন্ত ভক্তরা বিদায় দিলেন প্রিয় দেবী দুর্গাকে।