ঢাকা , শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ , ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

তাড়াশে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন।


আপডেট সময় : ২০২৫-১০-০২ ২৩:১৩:৪৩
তাড়াশে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন। তাড়াশে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন।

সিরাজগঞ্জ তাড়াশ সংবাদদাতাঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
‎বুধবার (২ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার তাড়াশ পৌরসভা ও আশপাশের বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিমা শোভাযাত্রার মাধ্যমে উপজেলার চলনবিল এলাকার বিভিন্ন জলাশয় ও নদীতে বিসর্জন দেওয়া হয়।
‎শোভাযাত্রায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, কিশোর-কিশোরীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও উৎসবের গান বাজিয়ে আনন্দঘন পরিবেশে প্রতিমা বিসর্জন করা হয়।
‎এসময় আইন-শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। নির্বিঘ্নে বিসর্জন অনুষ্ঠান সম্পন্ন করতে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করেন।
‎তাড়াশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাক্তার গোপাল চন্দ্র বলেন, সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। আমরা ধন্যবাদ জানাই প্রশাসন ও স্থানীয় জনগণকে।
‎তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার জন্য বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
‎উৎসব শেষে শারদীয় দুর্গাপূজার মূল বাণী অসুরের বিরুদ্ধে শুভের জয় হৃদয়ে ধারণ করে আগামী বছরের পূজা পর্যন্ত ভক্তরা বিদায় দিলেন প্রিয় দেবী দুর্গাকে।

 

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ