ঢাকা , শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ , ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষে মুলাদীর নাজিরপুরে বিএনপির জনসভা


আপডেট সময় : ২০২৫-১০-০২ ২২:১২:৩০
তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষে মুলাদীর নাজিরপুরে বিএনপির জনসভা তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষে মুলাদীর নাজিরপুরে বিএনপির জনসভা

মুলাদী প্রতিনিধিঃ 

বরিশাল জেলার মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর প্রগতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল ২ অক্টোবর বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামত ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী উপলক্ষ্যে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত।

নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আনসার উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সাংস্কৃতিক প্রতিমন্ত্রী সেলিমা রহমান। 

প্রধান বক্তা ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য, সাবেক উপজেলা  বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আঃ ছত্তার খান। 

বিশেষ অতিথি ছিলেন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার। পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আঃ রব খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবিদুল রহমান শরিফ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনজুর হোসেন হাওলাদার, মুলাদী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান বেল্লাল, পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাজাহান বেপারী, আক্তার আকন, রাজ্জাক চৌকিদার, সেলিম আহম্মেদ দুলাল মল্লিক, চরকালেখান ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিটু, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রুহুল আমিন খান, বরিশাল উত্তর জেলা জিয়া মঞ্চর সদস্য সচিব নজরুল হাওলাদার, বরিশাল উত্তর জেলা তরুণ দলের সদস্য সচিব জিহাদ মৃধা, বরিশাল উত্তর জেলা তরুণ দলের যুগ্ম-আহবায়ক মো. রাশেদ শেখ, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি কালাম মল্লিক, উপজেলা জাসাস সভাপতি গিয়াস উদ্দিন খান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা মৎস্য দলের আহবায়ক কালাম মাঝি, সদস্য সচিব সালাম ঢালী, পৌরসভা মৎস্য দল আহবায়ক ইব্রাহীম মোল্লা, পৌরসভা কৃষকদল সদস্য সচিব মিরাজ মুন্সি, পৌরসভা কৃষকদলের আহবায়ক আল-আমিন রাড়ী, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব কবির হোসেন মোল্লা, পৌরসভা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আফজাল হোসেন, যুগ্ম-আহবায়ক সেন্টু হাওলাদার, উপজেলা যুগ্ম- আহবায়ক তারেক, উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতা নজরুল সিকদার, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব কবির হোসেন মোল্লা, মুলাদী সরকারী কলেজের সাবেক ছাত্রদলের সহ-সভাপতি নজরুল ইসলাম, মুলাদী সরকারী কলেজের ছাত্রদল সভাপতি রিফাত মল্লিকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সারাদিন বৈরী আবহাওয়া ছিল। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার কর্মী জনসভায় যোগদান করে। 

প্রধান অতিথি বলেন, বর্তমানে আমাদের দেশের জনগণ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে। আশা করি, সামনের দিনগুলোতেও এ রকম ঐক্যবদ্ধ থাকলে এই দেশের মাটিতে তাদের আর জায়গা হবে না। 

তিনি আরও বলেন, দেশে অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে, সংস্কার হতে হবে মানুষের মনের ভেতর থেকে, মানুষের চিন্তা-চেতনা থেকে। বিএনপিতে কোন চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলদার কিংবা মাদকাশক্ত লোকের জায়গা নেই। 

তিনি আরো বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ রোপণের কোনো বিকল্প নেই। গাছ আমাদের প্রাকৃতিক বন্ধু, যা শুধু অক্সিজেনই সরবরাহ করে না, বরং বায়ু দূষণ রোধ, ভূমিক্ষয় প্রতিরোধ, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। আজকের পৃথিবী জলবায়ু পরিবর্তন, বন্যা, খরা ও দূষণের মতো নানা সংকটে জর্জরিত। এই সংকট থেকে উত্তরণের অন্যতম কার্যকর উপায় হলো বৃক্ষরোপণ।    



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ