অনলাইন ডেক্সঃ
নারীদের ওয়ানডে বিশ্বকাপে শুরুতেই সহজ জয় পেয়েছে বাংলাদেশ। কলম্বোতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে মিশন শুরু করেছে নিগার সুলতানারা। ১৩০ রানের লক্ষ্য তারা ৩ উইকেট হারিয়ে ১১৩ বল হাতে রেখে তাড়া করেছে।
৭ রানে ফারজানা হক (২) ফিরলে শুরুর ধাক্কা সামাল দেন অভিষিক্ত রুবাইয়া হায়দার। অভিষেকেই ফিফটি তুলে দলকে জয়ের বন্দরে পৌঁছান তিনি। শেষ পর্যন্ত ৭৭ বলে ৫৪ রানে অপরাজিত থেকেছেন। তার ইনিংসে ছিল ৮টি চারের মার।
রুবাইয়া দ্বিতীয় উইকেটে শারমিনকে নিয়ে ২৮ রান যোগ করেন। তার পর অধিনায়ক নিগার সুলতানাকে নিয়ে যোগ করেন আরও ৬২ রান। নিগার ২৩ রানে ফিরলে সোবহানা মোস্তারির সঙ্গে অবিচ্ছিন্ন ৩৪ রানের জুটিতে পরে নিশ্চিত করেন অসাধারণ একটি জয়। সোবহানা মোস্তারি ১৯ বলে ২৪ রানের ঝড়ো ব্যাটিং করেন। তার ইনিংসে ছিল ৬টি চারের মার।
অন্যদিকে, এশিয়া কাপে মুখোমুখি দেখায় আফগানিস্তানের ভাগ্যে হার লিখে দিয়েছিল বাংলাদেশ। মাত্র দুই সপ্তাহের মধ্যে আরব আমিরাতে আবার রশিদ খানদের মুখোমুখি লাল সবুজের প্রতিনিধিরা, এবার অবশ্য দ্বিপক্ষীয় সিরিজে। টাইগাররা এবারও কি আফগানদের কপালে একই গল্প লিখতে চলেছে? প্রশ্নটা উঠছে আফগানিস্তানের ইনিংসের মাঝপথে।
আফগানিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ। পাওয়ার প্লের আশেপাশেই ৪ উইকেট তুলে নিয়েছে তারা। ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, ডারউইশ রাসুলীরা ফিরেছেন অল্প রান করেই। তবে গলার কাঁটা হয়ে বিঁধে রয়েছেন রহমানউল্লাহ গুরবাজ।
শারজাহয় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। নাসুম আহমেদের হাত দিয়ে বাংলাদেশ ২৫ রান পর উদ্বোধনী জুটি ভাঙলেও ৪০ রানের মধ্যেই তুলে নেয় ৪ উইকেট। এদের মধ্যে সর্বাচ্চ ১৫ রান করেন জাদরান। তানজিম সাকিবের শিকার হওয়া অটলের ব্যাট থেকে আসে ১০। গুরবাজের ডাকে সাড়া দিয়ে রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝির শিকার ডারউইশ রানের খাতাই খুলতে পারেননি। দলীয় ৪০ রানে আউট হওয়ার সময় মোহাম্মদ ইশাক করেন মাত্র ১।
আফগানিস্তান সেই চাপ কাটায় গুরবাজ ও আজমতউল্লাহর ব্যাটে। তবে শক্ত খুঁটি গাড়ার আগেই ওমরজাইকে তানজিমের ক্যাচ বানিয়ে দ্বিতীয় উইকেট তুলে নেন রিশাদ, ইশাককেও তিনিই শিকারে পরিণত করেন। ওমরজাই করেন ১৮ রান। ১২ ওভারে ৫ উইকেট হারানো আফগানিস্তানের রান এখন ৭৫। ২৯ রান নিয়ে গুরবাজ ও ১ রান নিয়ে ক্রিজে রয়েছেন মোহাম্মদ নবি।