ঢাকা , শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ , ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-১০-০২ ২১:৪৮:২৬
বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
 
মোঃ সারোয়ার হোসেন অপু বদলগাছী  সংবাদদাতা, নওগাঁ। 
 
নওগাঁর বদলগাছীতে "বদলগাছী সাংবাদিক সংস্থার" দপ্তর সম্পাদক মরহুম আশরাফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 
 
বৃহস্পতিবার (২অক্টোবর) বেলা সাড়ে ১২টায় উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
বদলগাছী সাংবাদিক সংস্থার সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন, বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মো. ফেরদোস হোসেন, বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু জর গিফারী, বাংলাদেশ জামাতে ইসলামী বদলগাছী শাখার সাবেক আমীর  মো. জাহাঙ্গীর আলম, মরহুমের ছোট জামাতা মো. সাজ্জাদ হোসেনসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। 
 
প্রয়াত আশরাফুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, আশরাফুল ইসলাম ছিলেন একজন সৎ ও নির্ভীক মানুষ। 
 
পরে তাঁর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মাওলানা মো. আরমান হোসেন। দোয়া অনুষ্ঠানে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশরাফুল ইসলাম।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ