ইবি প্রতিনিধি:
‘আলিয়া মাদ্রাসা শিক্ষা দিবস’ উপলক্ষে সকল শিক্ষাঙ্গনে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ অক্টোবর) কুষ্টিয়ার দিগন্ত মিলনায়তনে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ইবি শাখার সহ-সভাপতি সাজ্জাতুল্লাহ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার সহ-সভাপতি সৈয়দ ওসমান বিন হাসনাইন, বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ, জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার সহ-সভাপতি শিহাব উদ্দিন ও তালাবার অন্যান্য নেতাকর্মী ও সমর্থক বৃন্দ।
এ সময় বক্তারা, আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ইতিহাস, ঐতিহ্য, অতীত সংকট, বর্তমান অবস্থা ও বর্তমান সংকট নিরসনে করণীয় বিভিন্ন পদ্ধতির কথা বলেন। বক্তারা তাদের বক্তব্যে অতি দ্রুত শিক্ষা সংস্কার কমিশন গঠন এর জোর দাবি তোলেন।
এছাড়া, প্রাইমারি স্কুলে নাচ-গানের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও ‘ইসলাম শিক্ষা’ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে দাবি তোলেন। দেশের প্রতিটি সরকারি বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম শিক্ষা কোর্স বাধ্যতামূলক ও প্রতিটি সরকারি বিশ্ববিদ্যালয়ে (স্পেশালাইজড ছাড়া) ইসলামিক স্টাডিজ এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগ চালু করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখ্য, এ সময়ে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক সভাপতি, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও লেখক মাওলানা মো. আব্দুর রহিম রহ. এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জীবনী থেকে আলোচনা ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। মোনাজাত সম্পন্ন করেন তালাবা ইবি শাখার সহ-সভাপতি শিহাব উদ্দিন।