হিজলায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ।
আপডেট সময় :
২০২৫-১০-০২ ১৬:৪৯:৩৯
হিজলায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ।
হিজলা প্রতিনিধি:
বরিশালের হিজলা উপজেলার একতা বাজারে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার।
জানা গেছে, ০১অক্টোবর, বুধবার অবৈধ কারেন্ট জাল জব্দের জন্য উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নৌপুলিশ এর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, আসন্ন অভিযান উপলক্ষে হিজলা গৌরব্দী ইউনিয়ন এর একতা বাজারের বিভিন্ন জালের দোকানে অবৈধ কারেন্ট জাল মজুদ করেছেন।
পরে (ইউএনও) স্যার এর নেতৃত্বে একটি টিম নিয়ে এসকল দোকানে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে (৬৬ বান্ডেল),প্রায় ৫০ হাজার মিটার নুতন কারেন্ট জাল জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া কারেন্ট জাল আগুন পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ সকল জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স