রাজশাহীর মোহনপুরে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালনের ভিডিও ভাইরাল, অধ্যক্ষ গ্রেফতার
আপডেট সময় :
২০২৫-১০-০১ ২২:০৭:১৫
রাজশাহীর মোহনপুরে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালনের ভিডিও ভাইরাল, অধ্যক্ষ গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর মোহনপুর উপজেলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে আয়োজিত একটি গোপন বৈঠক এবং কেক কাটার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
গত শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাকশিমইল ইউনিয়নের খাড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি চলাকালীন সময়ে পুলিশ উপস্থিত হলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরবর্তীতে কেক কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ জতিদের শনাক্ত করে মামলা দায়ের করে। পরে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মৌগাছি কলেজের অধ্যক্ষ বেলাল উদ্দিনকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ উসকানিমূলক বৈঠকের আয়োজন করেছে এমন তথ্যের ভিত্তিতে মোহনপুর থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মীরা পালিয়ে যায়।
এসআই আতাউর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়েছে সেখানে জন্মদিন পালন ও বৈঠকের জন্য নেতাকর্মীরা সমবেত হয়েছিল। ঘটনাস্থল থেকে কেক কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়। ভিডিওর মাধ্যমে পুলিশ জড়িতদের শনাক্ত করে।
এ ব্যপারে মোহনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মামলার আসামি মৌগাছি কলেজের অধ্যক্ষ বেলাল উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য এবং খাড়াইল গ্রামের মৃত আব্বাদুর রহমানের ছেলে।
জানা গেছে, গত বছরও একই দিনে খাড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অধ্যক্ষ বেলাল উদ্দিনের নেতৃত্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে কেক কাটা এবং বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এ ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স