ঢাকা , শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ , ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী পুরুষসহ ৩০ জন আহত


আপডেট সময় : ২০২৫-০৯-২৬ ২০:১৩:৩১
হবিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী পুরুষসহ ৩০ জন আহত হবিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী পুরুষসহ ৩০ জন আহত
 
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি:
 
হবিগঞ্জের বানিয়াচংয়ে বেত কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

গুরুতর আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার (২৬-সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তারাসই এবং যাত্রা পাশা মহল্লার দিঘিরপাড় গ্রাম বাসির মাঝে এ সংঘর্ষ হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় সূত্রে জানা যায়। শুক্রবার দুপুরে উপজেলার তারাসই গ্রামের কুদরত মিয়ার ছেলে ধানের চারার আঁটি বাঁধার জন্য পার্শ্ববর্তী ঝোপ থেকে বেত কাটতে যান।

এসময় যাত্রাপাশা মহল্লার দিঘীরপাড় এলাকার সলিম মিয়ার ছেলে হাসান মিয়ার সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতিতে রূপ নিলে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রায় ২ ঘন্টা ব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান- বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ