ঢাকা , রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ , ১২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বুড়িচংয়ে জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০৯-২৫ ১৪:২২:২০
বুড়িচংয়ে জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বুড়িচংয়ে জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।

কুমিল্লার বুড়িচংয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল হক, ফজলুর রহমান কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মোঃ আবু তাহের এবং বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, বুড়িচং প্রেসক্লাব সভাপতি কাজী খোরশেদ আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল মান্নান।

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় শংকুচাইল উচ্চ বিদ্যালয় ও মোর্শেদা বেগম উচ্চ বিদ্যালয় মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে শংকুচাইল উচ্চ বিদ্যালয় জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।

রেফারির দায়িত্বে ছিলেন, কামুরুজ্জামান, সাইফুল ইসলাম ও আবদুল হক। উপস্থাপনায় ছিলেন, মোঃ ইছমাঈল হোসেন ও মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ