নিজস্ব প্রতিবেদক
তুরাগ থানার একাধিক মানব পাচার মামলায় অভিযুক্ত শাহিন হোসেন বাচ্চু (৪৬)’কে রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১।
মানবপাচার চক্রটি দীর্ঘদিন যাবৎ ‘ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি’ নামক প্রতিষ্ঠান খুলে বিদেশ প্রত্যাশি ব্যক্তিদের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। আসামীরা পরস্পর যোগসাজসে সুপরিকল্পিতভাবে টাকা আদায় করতঃ ভুক্তভোগীদের বিভিন্ন দেশে পাচার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
সর্বশেষ মামলার ভিকটিম মোঃ আরিফুল ইসলামকে আসামীরা ভিয়েতনাম হয়ে সার্বিয়া পাঠানোর কথা বলে তাদের নিকট হতে ৯,৩০,০০০/- টাকা গ্রহন করে। পরে মামলার ভিকটিম আরিফুল ৩ মাসের ভিসায় ভিয়েতনাম যায়। ভিয়েতনাম যাওয়ার পর চুক্তি অনুযায়ী সার্বিয়া না পাঠিয়ে আসামীরা ভিকটিমসহ আরো অন্যদের সমুদ্রপথে হত ০৬/১০/২০২৪ তারিখে কম্বোডিয়ায় নিয়ে যায়। সেখানে প্রায় চল্লিশ জনের মতো লোককে একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। পরবর্তীতে ভিকটিম বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে যোগাযোগ করে। পরবর্তীতে মানাব পাচার চক্রটি ভিকটিমের স্ত্রীর নিকট আরোও ৫০,০০০/- টাকা দাবি করে, বলে উক্ত টাকা ছাড়া ভিকটিমকে সার্বিয়া নেওয়া সম্ভব না। ভিকটিমকে ফেরত আনার জন্য আসামীদের আরোও ৫০,০০০/- টাকা প্রদান করেন। কিন্তু আসামীরা ভিকটিমকে ফেরত আনার ব্যাপারে কোন কার্যক্রম গ্রহণ না করে এভাবে প্রায় ৯ মাস সময় অতিবাহিত করে। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী বুঝতে পারেন যে, আসামীরা যোগসাজসে সুপরিকল্পিতভাবে ভিকটিমকে অপহরণ ও পাচারের উদ্দেশ্যে সার্বিয়াতে না পাঠিয়ে কম্বোডিয়াতে জিম্মি করে রেখেছে। উক্ত ঘটনায় বাদী মোছাঃ আম্বিয়া আক্তার বাদী হয়ে কোর্টে মানব পাচার আইনে মামলা করেন।
উল্লেখ্য যে, উক্ত আসামীর নামে মানব পাচার আইনে একাধিক মামলা রয়েছে। মামলা সমূহঃ (১) ডিএমপি এর তুরাগ থানার এফআইআর নং-৬, তারিখ- ০৮ সেপ্টেম্বর ২০২৫ ধারা- ৬/৭/৮/১০ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২, (২) ডিএমপি এর তুরাগ থানার এফআইআর নং-২৫, তারিখ- ২৭ জুন ২০২৫; ধারা- ৬/৭/৮/১০ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এবং (৩) ডিএমপি এর তুরাগ থানার এফআইআর নং-২৬, তারিখ- ২৭ জুন ২০২৫; ধারা-৬/৭/৮/১০ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২।
উক্ত ঘটনার প্রেক্ষিতে র্যাব আসামী গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় ২৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ র্যাব-১, উত্তরা, ঢাকা’র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মানব পাচার মামলায় অভিযুক্ত পলাতক আসামী শাহিন হোসেন বাচ্চু (৪৬), পিতা-মৃত আবুল কালাম খান, মাতা-আছিয়া খাতুন, সাং- পরুড়া, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ’কে ইং ২৩/০৯/২০২৫ তারিখ ১০:৫০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার দক্ষিণখান এলাকা হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।