জুয়েল রানা মধুপুর প্রতিনিধি:
টাংগাইলে মধুপুর উপজেলাধীন আমলীতলা ঘুঘুর বাজার স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় দিনের খেলা সম্পন্ন, উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরণ করেন। সোমবার (২২সেপ্টেম্বর) সকালে আমলীতলা ঘুঘুর বাজার স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় দিনের খেলাধুলা গতকাল সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
খেলাধুলার এই আয়োজন স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ এবং উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি করেছে। ক্লাবটি গত কয়েক বছর ধরে এলাকার যুব সমাজকে খেলাধুলার দিকে আকৃষ্ট করতে এবং ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।
খেলায় বিভিন্ন বয়স ও শ্রেণীর খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। বিশেষ করে ছোট ও তরুণ খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা তীব্র এবং মনোমুগ্ধকর ছিল। খেলাধুলার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা ক্রীড়া মনোভাব, সাহসিকতা এবং দলগত সম্প্রীতি অনুশীলন করার সুযোগ পেয়েছেন।
খেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৯নং অরণখলা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী চেয়ারম্যান পদপ্রার্থী মোলা মামুন আজাদ, যিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়রা উল্লাসের সঙ্গে তাদের অর্জিত সম্মান গ্রহণ করেন। অনুষ্ঠানে স্থানীয়দের মধ্যে আনন্দ, ক্রীড়া উদ্দীপনা এবং সামাজিক সম্প্রীতির চমৎকার পরিবেশ লক্ষ্য করা গেছে।
ঘুঘুর বাজার স্পোর্টিং ক্লাবের সভাপতি জানান, এই ধরনের আয়োজন ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার মাধ্যমে এলাকার ক্রীড়া সংস্কৃতি আরও সমৃদ্ধ করা হবে। এছাড়া, খেলাধুলা যুব সমাজকে ইতিবাচক কাজে উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন মজবুত করতে সাহায্য করছে।