বাউফল উপজেলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী- ২ বাউফল সংসদীয় আসনে খেলাফত মজলিস মনোনীত দেয়াল ঘড়ি মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আইউব বিন মুছা'র সমার্থনে গণসংযোগ ও মটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আজ ২১ সেপ্টেম্বর২৫ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আইউব বিন মুছা সকাল ১১ টায় বাউফল গোলাবাড়ি থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু করে সারা দিন বাউফল উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এ সময় তার সাথে দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মহিবুল্লাহ, বাউফল উপজেলা শাখা সেক্রেটারি মাওলানা মোঃ জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুর রহমান, বায়তুলমাল সম্পাদক মাওলানা নুরুল আমিন আজাদী ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা নূরে আলম সিদ্দিকী বাউফল পৌরসভা সভাপতি হাফেজ মাওলানা সানাউল্লাহ সহ খেলাফত মজলিস ও ছাত্র মজলিসের উপজেলার বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।