ঢাকা , মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দুয়ার মাদ্রাসা পড়ুয়া ছাত্র তাইম মদন থেকে এক সপ্তাহ ধরে নিখোঁজ।


আপডেট সময় : ২০২৫-০৯-১৯ ২২:০৪:২৪
কেন্দুয়ার মাদ্রাসা পড়ুয়া ছাত্র তাইম মদন থেকে এক সপ্তাহ ধরে নিখোঁজ। কেন্দুয়ার মাদ্রাসা পড়ুয়া ছাত্র তাইম মদন থেকে এক সপ্তাহ ধরে নিখোঁজ।
 
স্টাফ রিপোর্টারঃ
 
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের মাইজকান্দি গ্রামের মাদ্রাসা পড়ুয়া ১২ বছরের ছাত্র তাইম গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার পর থেকে নিখোঁজ রয়েছে। এক সপ্তাহ পার হলেও এখনো তার কোনো খোঁজ মেলেনি।
 
তাইম মদন উপজেলার কাইটাইল আখাঁশ্রী এলাকায় অবস্থিত জামিয়া ফয়যুল আবরার বাগে মিজান মাদ্রাসার ছাত্র।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, তাইম তার খালার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করতো। ঘটনার দিন বিকেলে খালার কাছ থেকে বাদাম কেনার জন্য ৫০ টাকা নিয়ে বের হয়। কিন্তু এরপর আর মাদ্রাসায় বা খালার বাড়িতে ফিরে যায়নি। এ ঘটনায় তার খালা মদন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
 
তাইমের বাড়ি কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের মাইজকান্দি গ্রামে। দুই ভাইবোনের মধ্যে সে ছোট। তার বড় বোন স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় পড়াশোনা করছে। মা বাড়িতে থাকেন আর বাবা ব্রাহ্মণবাড়িয়ায় রিকশা চালিয়ে সংসার চালান।
 
তাইমের মা জানান, ঘটনার কয়েকদিন আগে বাড়ীতে খেলাধুলার সময় ছেলেটি কারো গলার একটি রুপার চেইন পায়। পরে সেটি মাদ্রাসার স্থানীয় কাইটাইল বাজারে বিক্রির চেষ্টা করলে এক পোদ্দার চেইনটি আটক করে মাদ্রাসার শিক্ষকের কাছে অভিযোগ করেন। এতে তাইম ভেবেছিল মাদ্রাসার হুজুর কিংবা বাড়িতে মা তাকে শাস্তি দেবেন। সম্ভবত সেই ভয়ের কারণেই খালার কাছ থেকে টাকা নিয়ে আর ফেরেনি।
 
ছেলের খোঁজে সর্বত্র ছুটছেন বাবা-মা। এলাকায় মাইকিংসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। তবুও এখনো কোনো সন্ধান মেলেনি। একমাত্র ছেলেকে ফিরে পাওয়ার আশায় প্রতিদিন বুকভরা দোয়া আর অপেক্ষায় দিন কাটাচ্ছেন তার মা-বাবা।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ