ঢাকা , বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ , ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির ৬ নেতাকে কারণ দর্শানোর নোটিশ


আপডেট সময় : ২০২৫-০৯-১৯ ২১:১৯:৪১
নেত্রকোণায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির ৬ নেতাকে কারণ দর্শানোর নোটিশ নেত্রকোণায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির ৬ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
 
স্টাফ রিপোর্টারঃ
 
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ স্বাক্ষরিত একটি নোটিশ দেওয়া হয়।
 
নোটিশে ওই নেতাদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
 
নোটিশ পাওয়া নেতারা হলেন- বারহাট্টা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল আজাদ, আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান, চিরগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কুদ্দুস তালুকদার, সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল শেখ, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন ও সদস্য মো. মোস্তফা কামাল।
 
দলীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে ওই নেতাদের বিরুদ্ধে এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ, সামাজিক বিশৃঙ্খলা ও নৈতিক অবক্ষয়ের অভিযোগ ওঠে। তাঁদের পরিবারের কয়েকজন সদস্য মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত এমন অভিযোগও রয়েছে। এ নিয়ে চিরগ্রাম ইউনিয়নে পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
 
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ বলেন, দায়িত্বশীল পদে থেকেও তাঁরা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সে কারণেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর অনুলিপি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে।
 
নোটিশ পাওয়া নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তাঁরা বলেন, বিষয়টি শুনেছেন এবং নোটিশের কপি পেলে যথাযথ ব্যাখ্যা প্রদান করবেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ