ঢাকা , শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিপুল পরিমান ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৯-১৮ ২৩:২০:৫১
বিপুল পরিমান ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বিপুল পরিমান ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

​নিজস্ব প্রতিবেদক

৪১৯ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে রাজধানীর কদমতলী হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব-১০ এর একটি বিশেষ আভিযানিক দল ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন গোয়ালবাড়ী এলাকায় একটি অভিযান চালিয়ে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গতকাল ১৭/০৯/২০২৫ তারিখ রাত আনুমান ২১.৪৫ ঘটিকায় ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন গোয়ালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১,২৫,৭০০/- (এক লক্ষ পঁচিশ হাজার সাতশত) টাকা মূল্যমানের ৪১৯ (চারশত ঊনিশ) পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ মনির (৩০), পিতা- আব্দুল মজিদ, সাং- পাটেরবাগ, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক নির্মূলে র‌্যাব-১০ এর অভিযান চলমান রয়েছে, এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ