হিজলায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা।
আপডেট সময় :
২০২৫-০৯-১৮ ২২:১৬:৪৮
হিজলায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা।
হিজলা প্রতিনিধি:
হিজলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিতকরণে করণীয় বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইলিয়াস সিকদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, হিজলা থানা অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, হিজলা উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আলতাফ হোসেন খোকন, উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল সৈয়দ গুলজার আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান খাঁন সজলসহ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ খলিলুর রহমানসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অশোক চ্যাটার্জি, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বাপ্পী দে সহ উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি ও সম্পাদক বৃন্দ।
সভায় বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ স্থানীয় সমস্যাবলি তুলে ধরেন ও সমাধানের প্রস্তাবনা দেন। প্রস্তুতিমূলক সভায় জানানো হয়, আসন্ন শারদীয় দূর্গা পূজা উৎসবকে সফল ও উৎসবমুখর করতে হিজলা উপজেলার ১৪টি পূজামণ্ডপের অনুকূলে সরকারিভাবে ৫০০ কেজি করে মোট ৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রস্তুতিমূলক আলোচনায় সভায় প্রত্যেকটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, বিকল্প বিদ্যুৎ এর ব্যবস্থা করা, পূজামন্ডপের পাশাপাশি নিরাপত্তাকর্মীদের থাকার ব্যবস্থা, বিজয়া দশমীর রাত ১৯:০০ ঘটিকার মধ্যে প্রতিমা বিসর্জন সহ বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স