ঢাকা , শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি


আপডেট সময় : ২০২৫-০৯-১৮ ২১:৫৮:২৭
কালীগঞ্জে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি কালীগঞ্জে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর:     

গাজীপুরের কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৫ কে সামনে রেখে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।     

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম।     

উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম বলেন, পূজা উদযাপনকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা জুড়ে ভ্রাম্যমাণ পুলিশ টহলের ব্যবস্থা, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের পূজামন্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা জোরদার, প্রতিটি মান্ডপের প্রয়োজন অনুযায়ী পুরুষ ও মহিলা আনসার সদস্য নিয়োগসহ প্রায় ১৫ টি সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে। 

এছাড়া, যানজট ও বিশৃঙ্খলা এড়াতে সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জনের কাজ সম্পন্ন করতে হবে। এই নির্দেশনাগুলো প্রতিটি মন্ডপে কঠোরভাবে অনুসরণের জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানানো হয়, যাতে দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা যায়।     

দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্য বলেন, বিগত বছরগুলোর মতো এবারও সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারবেন বলে তারা আশাবাদী। পূজা মন্ডপের পবিত্রতা রক্ষায় কোনো ধরনের মাদক সেবন করা হবে না বলে প্রশাসনকে আশ্বন্ত করেন। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, দুর্গাপূজা উদযাপন কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ