হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আনসার ও ভিডিপির আয়োজনে ১০ দিনব্যাপী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় সারাদেশের ন্যায় নাইক্ষ্যংছড়িতেও আয়োজন করা হয়, এই প্রশিক্ষণের। শারদীয় দুর্গাপূজা উৎসব এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় আনসার-ভিডিপি সদস্যদের প্রস্তুতির অংশ হিসেবেই প্রশিক্ষণটি দেওয়া হয়।
১০ দিনব্যাপী এই প্রশিক্ষণ শেষে ৩৫ জন পুরুষ প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও ভাতা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি ভেটেরিনারি সার্জন কর্মকর্তা ডা. শুভ কুমার রাজবংশী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাকের নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা ও ৭১ টিভির সাংবাদিক মোহাম্মদ আবদুর রশিদ, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো. আবদুল্লাহ সিকদার প্রমুখ।
আয়োজকরা জানান, প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল প্রশিক্ষণার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং তাদেরকে শৃঙ্খলাবদ্ধ জনবল হিসেবে গড়ে তোলা।
প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।