ঢাকা , শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রুহুল কবির রিজভির এপিএস পরিচয় দিয়ে ফুলবাড়ীতে অসহায় পরিবারে বাড়ীতে হামলা ৮০ হাজার টাকা লুট


আপডেট সময় : ২০২৫-০৯-১৮ ২০:০১:০৭
রুহুল কবির রিজভির এপিএস পরিচয় দিয়ে ফুলবাড়ীতে অসহায় পরিবারে বাড়ীতে হামলা ৮০ হাজার টাকা লুট রুহুল কবির রিজভির এপিএস পরিচয় দিয়ে ফুলবাড়ীতে অসহায় পরিবারে বাড়ীতে হামলা ৮০ হাজার টাকা লুট

মো: হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে:

বিএনপি'র যুগ্ম সদস্য সচিব রুহুল কবির রিজভীর এপিএস দাবি করা আল আমিন (ডেভিড) কর্তৃক এক অসহায় পরিবারে হামলা। আশি হাজার টাকা লুটের থানায় অভিযোগ।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ২নং আলাদিপুর ইউনিয়নের সরকারী খাশ যায়গায় প্রায় ৪০ বছর থেকে বসবাস করে আসছেন শাহিরিনা আক্তারের পরিবার। ৫ আগস্টের পর হাঠাৎ বিএনপি'র যুগ্ম সদস্য সচিব রুহুল কবির রিজভীর এপিএস পরিচয় দেওয়া উপজেলার বারাই চেয়ারম্যান পাড়া গ্রামের মো. সুলতান আলীর পুত্র আল আমিন (ডেভিড) শাহারিনা আক্তার এর বসত:বাড়ী তার নিজের বলে দাবি করে হুমকি দিয়ে আসছিলো।

গত ১৩ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় রুহুল কবির রিজভীর এপিএস পরিচয় বহনকারী আল আমিন (ডেভিড) তার লোকজন নিয়ে শাহিরিনা আক্তারের বাড়ীতে হামলা দেয় এবং উপস্থিত শাহারিনার মাকে মারধর করে এবং তার বাসায় থাকা গরু বিক্রয়ে ৮০ হাজার টাকা আল মামুন ডেভিট জোর পুর্বক ছিনিয়ে নেয়। এসময় শাহারিনা ও তার ছোট ভাই বাধা দিলে তাদেরকে মারধর করে। সেই সময় মামুন বলেন, আমি রুহুল কবির রিজভির এপিএস কারো কিছু করার থাকলে করতে পারে। কোন সমস্যা নাই। বলে তারা চলে যায়।

বিষয়টি নিয়ে এলাকায় সকলস্তরের মানুষ  ঐক্যবদ্ধ হয়ে এর তিব্র প্রতিবাদ জানায়। আলাদিপুর ইউনিয়ন বিএনপি‘র সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারন সম্পাদক মহাসিন আলী বলেন, আল মামুন ডেভট আমাদের ফুলবাড়ী উপজেলা বিএনপির কোন পদেই নাই। সে মিথ্যা সবাইকে রিজভি আহম্মেদের এপিএস পরিচয় দিয়ে বেড়ায়। আমরা তার শাস্তির দাবি করছি। শাহারিনা আক্তার পরে স্থানীয়দের সহযোগীতায় ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বিষয়ে ফুলবাড়ী থানার অফিসর ইনচার্জ একেএম মহিবুল ইসলাম বলেন, আমি অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ