ঢাকা , শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণায় ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা


আপডেট সময় : ২০২৫-০৯-১৮ ১৯:৩৬:৩১
নেত্রকোণায় ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা নেত্রকোণায় ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা


স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণায় অবৈধ বালু,পরিবহন, মাদক ও অনিয়মের বিরুদ্ধে জেলা এবং বিভিন্ন উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।


গত কয়েকদিনে অবৈধ বালু পরিবহন, মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ এবং সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।


মঙ্গলবার(​১৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নেত্রকোণা সদর এলাকায় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০,০০০/- টাকা জরিমানা করেন নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী অফিসার, জনাব আসমা বিনতে রফিক।


বুধবার (​১৭ সেপ্টেম্বর) নেত্রকোণা সদর উপজেলার বড়ওয়ারী বাজার এলাকায় অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে একটি বালুবাহী ট্রাক জব্দ করা হয় এবং এর চালককে ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন, নেত্রকোণা সদর সহকারী কমিশনার (ভূমি), জনাব মোঃ শামছুজ্জামান আসিফ। জব্দকৃত বালু পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন মসজিদে দান করা হয়েছে।

একই দিন নেত্রকোণা সদর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৪(১) ও ৪৯(১(চ)) ধারা অনুযায়ী তিনটি পৃথক মামলায় মোট ৯০০/- টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার, জনাব মোঃ আল ইমরান। এ সময় অবৈধ পার্কিংয়ের বিষয়েও সতর্ক করা হয়।


একিই তারিখ পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ ও কুতুবপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় তিনজনকে মোট ১০০/- টাকা জরিমানা করা হয়।

একইসাথে, তিনজনের মধ্যে দুইজনকে ৩ মাস করে এবং একজনকে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পূর্বধলা সহকারী কমিশনার (ভূমি), জনাব জাকিয়া সুলতানা রোজি।


 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ