ঢাকা , শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দুয়ায় দীঘলকুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশ ও ফলাফল প্রকাশ


আপডেট সময় : ২০২৫-০৯-১৮ ১৭:০২:৪২
কেন্দুয়ায় দীঘলকুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশ ও ফলাফল প্রকাশ কেন্দুয়ায় দীঘলকুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশ ও ফলাফল প্রকাশ
 
স্টাফ রিপোর্টারঃ
 
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১০নং কান্দিউড়া ইউনিয়নের দীঘলকুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মা সমাবেশ ও সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
 
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুলী আক্তারের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক রিপন মল্লিক, অত্র বিদ্যালয়ের শিক্ষক লুৎফর রহমান, শওকত হায়াত, ইলিয়াস রানা, রুমা আক্তার, আসমা আক্তার সহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
 
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সার্বিক পড়াশোনা, শৃঙ্খলা ও উপস্থিতির বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এ সময় দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করে মেধাবীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে মা-অভিভাবকদের ভূমিকা অপরিসীম। নিয়মিত বিদ্যালয়ে পাঠানো ও ঘরে পড়াশোনায় তদারকি করা প্রত্যেক অভিভাবকের দায়িত্ব।

অভিভাবকরা বিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ