ঢাকা , শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জ নুরুল উলুম কওমীয়া হাফিজিয়া মাদ্রাসার কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ।


আপডেট সময় : ২০২৫-০৯-১৭ ২২:০৯:১২
বীরগঞ্জ নুরুল উলুম কওমীয়া হাফিজিয়া মাদ্রাসার কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ। বীরগঞ্জ নুরুল উলুম কওমীয়া হাফিজিয়া মাদ্রাসার কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ।

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫ ইং) সন্ধ্যা ৭ টায় বীরগঞ্জ নূূরুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন কমিটি গঠনে নানান অনিয়মের অভিযোগ এনে লিখিত বক্তব্য পাঠ করেন, মাদ্রাসা কমিটির সিনিয়র সহ-সভাপতি সাদিকুল ইসলাম সাদেক। 

বক্তব্যে তিনি বলেন, বর্তমানে একটি ২৪ সদস্য বিশিষ্ট বৈধ কমিটি বিদ্যমান থাকা সত্ত্বেও, কাউকে অবগত না করে বিদ্যমান কমিটির ৩ নং সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম প্রধান ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে রেজুলেশন বহি নিয়ে চলে যায়।

তারা এই ঘটনাকে সম্পূর্ণ অগঠনতান্ত্রিক ও অসাংগঠনিক বলে দাবি করে সংগঠিত অনিয়মের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে উক্ত কমিটি প্রত্যাহারের আহ্বান জানান। পাশাপাশি বৈধ ২৪ সদস্য বিশিষ্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসার সকল কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রতিষ্ঠানের উন্নয়ন ও স্বচ্ছতার স্বার্থে অবশ্যই প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে চলা সহ দ্রুতই একটি অ্যাডহক কমিটি গঠন করে একটি শক্তিশালী ও কার্যকর কমিটি উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এসময় মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আঃ আজিজ, সদস্য মোঃ আব্দুল্লাহ, আলহাজ্ব মোঃ আঃ আহাত এবং চলমান কমিটির কয়েকজন নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট - ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ