কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ আলম সেপাই ও তার স্ত্রী এবং তিন মেয়েকে প্রাণ নাশের হুমকি ও একটি কূ-চক্রী মহল কর্তৃক সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় কাউখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আলম সেপাই বলেন, আমার চাচাত ভাই আলাউদ্দিন ও তার দলবল নিয়ে আমার পৈত্রিক ও কবলাইকৃত সম্পত্তি জোর পূর্বক দখল করার জন্য বিভিন্ন সময় আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে। আমি হার্টে বাই পাস করানো অসুস্থ মানুষ। আমি এখন তাদের ভয়ে দীর্ঘ ১০ বছর যাবৎ আমার পৈত্রিক ভিটাবাড়ি ছাড়া।
কু-চক্রী মহলের হোতা শিয়ালকাঠী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ সভাপতি ও সদ্য বিস্ফোরক দ্রব্য মামলায় সদ্য জামিনে বের হওয়া গাজী ছিদ্দিকুর রহমান মদদে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমার চাচাতো ভাই আলাউদ্দিন, আমার চাচী ও তার স্ত্রী আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট এবং কাল্পনিক তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে।
উল্লেখ্য প্রায় ২৫ বছর পূর্বে তাদের সাথে জায়গা জমি নিয়ে দ্বন্দের জেরে আলাউদ্দিন এর পিতা মতিউর রহমান সেপাই ও আলাউদ্দিন তার লোকজন নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে কোপায় সে মামলায় আলাউদ্দিনের বাবার সাজা হয়। এরই জের ধরে গত ১৯ এপ্রিল ২০২৪ এবং গত ২১ জুন ২০২৫ রাতে বাড়ী থেকে কাউখালীতে আসার পথে উক্ত আলাউদ্দিন ও তার দলবল নিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে আমাকে মারধর করে। এ নিয়ে কাউখালী থানায় জিডি হয় এবং পরবর্তীতে তাহা কোর্টে নন এফ আই আর প্রশিকিউশন করে মামলা হয়।
আমি উক্ত আলাউদ্দিন গং ও আওয়ামীগের চেয়ারম্যান গাজী ছিদ্দিকুর রহমান এর হাত থেকে রেহাই পেতে চাই এবং জীবনে বাঁচতে চাই। তাদের ভয়ে আমি গত ১০ বছর ধরে তাদের ভয়ে কাউখালীতে পরিবার পরিজন নিয়ে বসবাস করিতেছি। এই কু-চক্রী মহলটি বিগত ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের সময় আমাকে সাইবার মামলাসহ বিভিন্ন মামলায় অর্ন্তভূক্ত করার অপচেষ্টা করেছে।
এ সময় আলম সেপাইর স্ত্রী নাছিমা বেগম ও তার তিন কন্যা বলেন, আমরা আলাউদ্দিনের ভয়ে বাড়ী ছাড়া হয়েছি। আমাদেরকে প্রাণ নাশের হুমকি দিয়েছে যার কারনে আমরা দীর্ঘ ১০ বছর যাবৎ বাড়ী ছেড়ে কাউখালীতে বসবাস করিতেছি।
এ বিষয়ে আলম সেপাইর চাচাত ভাই আলাউদ্দিন মুঠো ফোনে জানান, জায়গা জমি ও মামলা সংক্রান্ত যে সকল অভিযোগ করেছেন তাহা সত্য না মিথ্যা আপনারা যাচাই বাছাই করে দেখেন বরং তারা আমার নামে মিথ্যা অপপ্রচার করছে।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সমাজসেবক মনিরুজ্জামান মিন্টু, মোস্তাফিজুর রহমান আলো বিশ্বাস, ফারুক হোসেন, ইউপি সদস্য মেহেদী হাসান রুবেল, মোস্তফা সেপাই, আব্দুল্লাহ শেখ প্রমূখ।