ঢাকা , মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গৌরীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা


আপডেট সময় : ২০২৫-০৯-১৬ ১৯:৪২:৪৯
গৌরীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গৌরীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুরে ইসলামাবাদ ফাজিল মাদরাসার উদ্যোগে ময়মনসিংহ বিভাগে দাখিল পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী এনামুল হক সৌরভ ও জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও মাদরাসার গভর্ণিং বডির সভাপতি উম্মে হাবীবা মীরা।

সংবর্ধিত অন্যরা হলেন- ময়মনসিংহ বিভাগের ৫ম স্থান অর্জনকারী তাহিয়াত সিদ্দিকি ইয়ামিন, জিপিএ-৫প্রাপ্ত মুশফিকুর রহিম মুশফিক, জিহাদুল ইসলাম আরাফাত, তালহা বিন মাকসুদ, আলামিন তালুকদার জিহাদ, মাসুদ করিম, শরিফ উল্লাহ, ইনসাব আলী, শফিউল হাবিব সামী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মো. রুকুন উদ্দিন। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আমিরুল মোমেনীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অপিসার শাহাদত হোসেন, কিল্লাবোকাইনগর কামিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ ছায়ীদুল হক, পুম্বাইল কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল আলী খান, শালীহর এ- মোতালেব বেগ দাখিল মাদ্রাসা মো. শহীদুল্লাহ, বেলতলী দাখিল মাদ্রাসার সুপার শামছুল হক, ইসলামাবাদ ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, সহকারী অধ্যাপক মাহবুব আহমেদ, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ বিপ্লব প্রমুখ।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ