হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, “সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো চোরাচালান ও মাদক পাচার। এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা ও প্রস্তুতি নিয়ে কাজ করছে। সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে এগিয়ে এসে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখতে হবে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে করণীয় নির্ধারণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন- নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র সুবেদার মো. হালিম হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী শাহ আজীজ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ইউএনও মাজহারুল ইসলাম চৌধুরী আরও বলেন, সীমান্তে বিজিবির পাশাপাশি পুলিশের টহল জোরদার করা হয়েছে। গোয়েন্দা তৎপরতাও বেড়েছে। অপরাধী যে-ই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।”
তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব (২৮ সেপ্টেম্বর শুরু) নির্বিঘ্নে পালনে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ সতর্ক অবস্থানের কথাও জানান। সভায় অংশগ্রহণকারী সদস্যরা মাদক, সন্ত্রাস ও চোরাচালান প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন, এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।