কুড়িগ্রামের রৌমারীতে ত্রিমুখী হত্যাকান্ডের আসামি মোঃ জাকিরকে গ্রেফতার করেছে র্যাব।
কুড়িগ্রামের রৌমারীতে ত্রিমুখী হত্যাকান্ডের আসামি মোঃ জাকিরকে গ্রেফতার করেছে র্যাব।
নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামের রৌমারীতে ত্রিমুখী হত্যাকান্ডের আসামি মোঃ জাকির (২৮)’কে রাজধানীর চানখাঁরপুল এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
কুড়িগ্রামের রৌমারী থানার আলোচিত ত্রিমুখী হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ জাকির (২৮), পিতা- বক্তার আলী, সাং- ফুলবাড়ী, থানা- রৌমারী, জেলা- কুড়িগ্রাম’কে গ্রেফতার করেছে র্যাব-১০। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল ১৫/০৯/২০২৫ তারিখ রাত অনুমান ২২.৪০ ঘটিকায় ডিএমপি, ঢাকার চকবাজার থানাধীন চানখাঁরপুল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গত ২৪/০৭/২০২৫ তারিখ সকালে রৌমারী উপজেলার নয়ারচর গ্রামে জমি সংক্রান্তে পূর্ব বিরোধের জেরে আরিফ হাসান (২২) ও তার পরিবারের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নৃশংস হামলা চালানো হয়। এ সময় ফুল বাবু (৪৫), বুলু মিয়া (৪৭), নুরুল আমিন (৩৫), মো: মজিদ (২০) ও মো: মজনু (১৮) ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। হামলায় ঘটনাস্থলেই ফুল বাবু ও নুরুল আমিন মৃত্যুবরণ করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুলু মিয়াও মারা যান। গুরুতর আহত অবস্থায় আরও তিনজন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়।
এ ঘটনায় রৌমারী থানায় হত্যা মামলা দায়ের হলে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। পরবর্তীতে র্যাব-১০ এর অভিযানে ডিএমপি, ঢাকার চকবাজার থানাধীন চানখাঁরপুল এলাকা থেকে মোঃ জাকির’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স