ঢাকা , মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অনেক প্রতিষ্ঠানের চেয়ার-টেবিলও পাশ করেছে!


আপডেট সময় : ২০২৫-০৯-১৬ ০০:০২:৫২
অনেক প্রতিষ্ঠানের চেয়ার-টেবিলও পাশ করেছে! অনেক প্রতিষ্ঠানের চেয়ার-টেবিলও পাশ করেছে!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : বিগত ১৭বছর শিক্ষার ধস নেমে ছিলো। লেখাপড়া হয়নি। বেড়েছে পাশের হার। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সারাবছর ক্লাস হয়নি। শুধু চেয়ার-টেবিল ছিলো।

সেই প্রতিষ্ঠানেও পাশ করেছে এই চেয়ার-টেবিল। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কিল্লাবোকাইনগর কামিল মাদরাসার কামিল শাখার উদ্বোধন ও শিক্ষার্থীদের শুভেচ্ছা ক্লাস অনুষ্ঠানে সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক।


তিনি আরও বলেন, এ বছর পাশের হার কমেছে। মেধাবীরাই পাশ করেছে। যাদের সাথে বই-খাতা, কলম এবং শ্রেণিকক্ষে হাজিরা ছিলো তারাই পাশ করেছে। শিক্ষার আমূল পরিবর্তন ঘটেছে। তাই শিক্ষার্থীদেরকে এখন পড়ার টেবিলে বসতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কিল্লাবোকাইনগর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ ছায়ীদুল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক। সঞ্চালনা করেন প্রভাষক মো. সাইদুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম দুলাল, গর্ভনিং বডির সহসভাপতি মো. আনোয়ার হোসেন আইয়ুব খা, সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামছুদ্দিন মাস্টার, শফিকুল আলম, মাদরাসার উপাধ্যক্ষ আবুল মুনসুর আহমেদ, সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, আহাম্মদ হোসাইন মোল্লা, মো. সালাম খান, প্রভাষক আজিজুল হক, লুৎফুর রহমান, জাকিরুল হক, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, শারমীন সুলতানা, সহকারী মৌলভী সাইফুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি মো. নুরুজ্জামান সোহেল প্রমুখ।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ