ধর্মপাশায় মা ও শিশু সেবা উন্নয়ন প্রকল্পের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
আপডেট সময় :
২০২৫-০৯-১৫ ২৩:৫২:৪০
ধর্মপাশায় মা ও শিশু সেবা উন্নয়ন প্রকল্পের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
ধর্মপাশায় সম্পন্ন হলো মা ও শিশু সেবা উন্নয়ন প্রকল্পের সমাপনী অনুষ্ঠান। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর বারোটায় উপজেলা পরিষদ হলরুমে এক বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধর্মপাশা এপি।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধর্মপাশা এপির এরিয়া ম্যানেজার সুমন রুরামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, প্রকল্পের প্রোগ্রাম অফিসার সুব্রত চাকমা।
জামিয়া সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়। এছাড়া অন্যান্যের মাঝে বক্তব্য দেন, নান্দাইল এরিয়া প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান, উপজেলা কৃষি অফিসার আসসাদ বিন খলিল রাহাত, ওয়ার্ল্ড ভিশনের টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার ডাঃ জয়ন্ত নাথ, উপজেলা সমাজসেবা অফিসার তৌফিক আহমেদ, লংকাপাথারিয়া কমিউনিটি ক্লিনিকের সভাপতি জিয়াউদ্দিন, এবং প্রকল্পের উপকারভোগী মিনারা বেগম ও সোহানা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি, পুষ্টি সম্পর্কে সচেতনতা এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণে এই প্রকল্প কার্যকর ভূমিকা রেখেছে। কমিউনিটিতে নারীদের স্বাস্থ্যসেবা গ্রহণের মানসিকতা ও প্রবণতা যেমন বেড়েছে, তেমনি শিশুদের পুষ্টির দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স